Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খানাপুরী
বিস্তারিত

খানাপুরীঃ- খানাপুরীকে  Preliminary Record Writing বলে। খানাপুরী অর্থ ফাঁকা ঘর পূরণ করা। কিস্তোয়ারকৃত নক্শায় প্রতিটি দাগে, নম্বর বসিয়ে পূরণ করাই খানাপুরী। প্রজাস্বত্ত্ব বিধিমালা-১৯৫৫ এর ২৬ বিধি মোতাবেক এ কাজ করা হয়। নক্সা সিটের উত্তর-পশ্চিম কোণ হতে নম্বর বসানো আরম্ভ করে, দক্ষিণ-পূর্ব কোণায় শেষ করতে হয়। খানাপুরী স্তরে সর্দার আমিন ভূমির মালিকদের নোটিশ দেন। তিনি এক্ষেত্রে, প্রত্যেক দাগে গিয়ে, জমির মালিকের সাথে কথা বলেন। জমির বিস্তারিত জেনে, খতিয়ান ফরম পূরণ করেন।


ডাউনলোড