Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আপীল শুনানী
বিস্তারিত

আপিল স্তরঃ- (১) আপত্তি স্তরের অর্থাৎ প্রজাস্বত্ত্ব বিধিমালা-১৯৫৫ এর ৩০ বিধি মোতাবেক আপত্তি রায়ের বিরুদ্ধে ক্ষতিগ্রস্হ ভূমির মালিকগণ ঐ বিধিমালার ৩১ বিধি মোতাবেক আপিল কেস দায়ের করতে পারবেন।

(২) আপত্তি কেস নিষ্পত্তির ৩০ কার্য্য দিবসের মধ্যে আপিল কেস দায়ের করতে হবে।

(৩) আপিল কেস দায়েরের সময় আপত্তি কেসের রায়ের জাবেদা নকল সংযুক্ত করতে হবে।

(৪) পক্ষগণের নিকট নোটিশ যথাযথভাবে জারী করা হবে।

(৫) আপিল আদালত একটি বিচারিক আদালত।

উল্লেখ্য যে, বগুড়া জোনে সকল মৌজার আপিল দায়েরের সময় অতিক্রান্ত হয়েছে। কেবলমাত্র ১৫ টি মৌজার আপিল শুনানী চলমান বা শুনানীর অপেক্ষায় আছে।

 


ডাউনলোড